আজ আমরা জানবো মোবাইল রিপিয়ার শিখতে গেলে যে সব যন্ত্রপাতি লাগবে-
১.মোবাইল টুল বক্স -
মোবাইল টুল বক্স এ সাধারণগত যা থাকে-
একটি T6, একটি T4, একটি star, একটি মাইনাস, দুইটা টুইজার, একটি কাটিং প্লাস ইত্যাদি।
কাজ:- মোবাইল টুল বক্স এর কাজ হচ্ছে মোবাইল কে খুলা অ ফিটিং করা।
২.Hot Air Machine :-
কাজ:- এর কাজ হচ্ছে মোবাইল এর components কে টুলে বসানো, ঝালাই করা এবং temperature adjust করে মোবাইল component কে গরম করা।
৩.Solder Iron:-
১. DC Iron:-
কাজ:- এটি ছোটো components গুলোকে ঝালাই করতে ব্যবহার করা হয়। যেমন - capacitor, resistance,LED, ইত্যাদি।
২.25 watt AC Iron:-
কাজ:- এটি একটু বড়ো size এর component গুলোকে soldering ও desoldering করতে ব্যবহার করা হয়।
4. Solder Wire:-

কাজ:- এটির কাজ হচ্ছে মোবাইল component ঝালাই করার সময় এই তার টি ব্যবহার করা হয়।
5. Soldering Paste:
কাজ:- ঝালাই করার সময় এই paste use করা হয় solder fine করতে।
6.Tweezers & Mobile Opner :-
কাজ:- Mobile Opner দিয়ে মোবাইল খুলতে use করা হয়। tweezer দিয়ে ঝালাই করার সময় এটি ছোটো component গুলোকে ধরতে ব্যবহার করা হয়।
১.মোবাইল টুল বক্স -
মোবাইল টুল বক্স এ সাধারণগত যা থাকে-
একটি T6, একটি T4, একটি star, একটি মাইনাস, দুইটা টুইজার, একটি কাটিং প্লাস ইত্যাদি।
কাজ:- মোবাইল টুল বক্স এর কাজ হচ্ছে মোবাইল কে খুলা অ ফিটিং করা।
২.Hot Air Machine :-
কাজ:- এর কাজ হচ্ছে মোবাইল এর components কে টুলে বসানো, ঝালাই করা এবং temperature adjust করে মোবাইল component কে গরম করা।
৩.Solder Iron:-
১. DC Iron:-
কাজ:- এটি ছোটো components গুলোকে ঝালাই করতে ব্যবহার করা হয়। যেমন - capacitor, resistance,LED, ইত্যাদি।
২.25 watt AC Iron:-
কাজ:- এটি একটু বড়ো size এর component গুলোকে soldering ও desoldering করতে ব্যবহার করা হয়।
4. Solder Wire:-

কাজ:- এটির কাজ হচ্ছে মোবাইল component ঝালাই করার সময় এই তার টি ব্যবহার করা হয়।
5. Soldering Paste:
কাজ:- ঝালাই করার সময় এই paste use করা হয় solder fine করতে।
6.Tweezers & Mobile Opner :-
কাজ:- Mobile Opner দিয়ে মোবাইল খুলতে use করা হয়। tweezer দিয়ে ঝালাই করার সময় এটি ছোটো component গুলোকে ধরতে ব্যবহার করা হয়।
7.ISO Propyl Alcohal:-
কাজ:- PCB এর ভিতরে কোনো নোংরা অথবা কালি লেগে থাকলে এটি ব্যবহার করা হয়। Mike, speaker, vibrator এর contact point এ carbon or dirt লেগে থাকলে পরিস্কার করতে ব্যবহার করা হয়।
8.BGA KIT :-
কাজ:- এটি IC কে reball করার সময় ব্যবহার করা হয়।9.PPD BGA Solder Paste:-
কাজ:- এই Paste টি BGA KIT এর দ্বারা IC কে reball করতে ব্যবহার করা হয়। 10. Vibrator Machine:-
কাজ:- এই machine টি PCB পরিস্কার করতে ব্যবহার করা হয়।
11. Flasher Box:-
কাজ:-বিভিন্ন মোবাইল জন্য flasher box আলাদা আলাদা হয়। এটি software গত problem হলে এই flasher box এর দ্বারা software মারা হয়।
12. AC DC Power Machine:-
কাজ:- মোবাইল এর ভিতরে battery না থাকলে এর দ্বারা 3.6 voltage করে mobile on করা হয়। এর দ্বারা কোনো component এ যে পরিমাণ voltage and current প্রয়োজন এর দ্বারা দেয়া হয়।
13. Magnifier Lamp:-
কাজ:- এটি মোবাইল রিপিয়ার করার সময় ভালো করে দেখবার জন্যে lamp ব্যবহার করা হয়।
14. Jumper Wire:-
কাজ:- এটি copper দিয়ে তৈরি। মোবাইল এর PCB ভিতরে track ভাঙে গেলে এই তার টি ব্যবহার করা হয়।
15. Iron stand:-
কাজ:- এটি solder iron কে ধরে রাখে।
16.Desoldering Wire:-
কাজ:- ভুল বশত কোথাও ঝালাই হয়ে গেলে এই wire দ্বারা সেটিকে তোলা হয়।
17. PCB Holder:-
কাজ:- PCB Holder এর কাজ হল PCB টা ধরে রাখা যাতে নড়াচড়া না করে।
18.Digital Multimeter:-
কাজ:- এটির দ্বারা AC & DC voltage & current checking, resistance, diode, capacitor etc.check করা হয়।
19.Blade, Point &Nose Cutter :-
কাজ:- এগুলো সাধারণত cutting এর কাজে ব্যবহার করা হয়। যেমন -wire কাটতে।
20. LCD Separate Machine:-
কাজ:- এই machine টি যে সব Android mobile এ LCD & Display একসাথে যুক্ত থাকে সেখানে LCD এবং Display কে আলাদা করতে ব্যবহার করা হয়।
এই যন্ত্রপাতি গুলো নিলেই আসা করি সমস্ত রিপিয়ার কাজ হয়ে যাবে।
আস্তে আস্তে বন্দুরা মোবাইল রিপিয়ার সম্পর্কে আমরা সব শিখব।
এর পর আমরা শিখব মোবাইল এর components ও components checking.
19.Blade, Point &Nose Cutter :-
কাজ:- এগুলো সাধারণত cutting এর কাজে ব্যবহার করা হয়। যেমন -wire কাটতে।
20. LCD Separate Machine:-
কাজ:- এই machine টি যে সব Android mobile এ LCD & Display একসাথে যুক্ত থাকে সেখানে LCD এবং Display কে আলাদা করতে ব্যবহার করা হয়।
এই যন্ত্রপাতি গুলো নিলেই আসা করি সমস্ত রিপিয়ার কাজ হয়ে যাবে।
আস্তে আস্তে বন্দুরা মোবাইল রিপিয়ার সম্পর্কে আমরা সব শিখব।
এর পর আমরা শিখব মোবাইল এর components ও components checking.



















