How To Check Coil in mobile PCB with Multimeter in bangla

আগের part এ হয়েছিল Capacitor কি ও Capacitor Check কি ভাবে করতে হয়। আজকে জানব Coil কি, mobile এর মধ্যে coil দেখতে কেমন হয় আর জানব coil কিভাবে check করতে হয়।

COIL/ INDUCTOR:-

1. Coil/ Inductor কাকে বলে?
Ans:- একটি Insulator যুক্ত তামার তার কে পেঁচিয়ে যে component তৈরী করা হয় তাকে coil বলে।
 2. Coil কয়  প্রকার এবং কি কি?
Ans:- Coil দু প্রকার -  1. Fixed Coil.    2. Variable Coil
3. Symbol of coil :-
4.Coil এর কাজ :-
     1. AC current block করে DC current কে ছেড়ে দেওয়া।
2.Filtering এর কাজ করে।
3.Signal কে coupling বা যুক্ত করে রাখতে পারে।
5. Coil Mobile এর set এ দেখতে কেমন হয়?
Ans:- 1. Resistance এর মতো দেখতে হয় কিন্তু কিছু size বড়ো হয়।
2. Resistance মতো size বা একটু বড়ো colour সাদা,  নীল, সবুজ গায়ে কালো একটা border থাকবে।
3. Capacitor এর মতো বড়ো size এ হবে গায়ে তামার তার প্যাঁচানো থাকবে।
4. ঘড়ির battary মতো size আবার কিছু কিছু চতুর্ভুজ আকৃতির ও হতে পারে এবং box tipe হবে ভিতরে coil প্যাঁচানো থাকবে।

6. COIL Checking :-
                                Digital MultiMeter Switch কে কে buzzer mode করে রেখে যদি coil এর দুটি point এর দুটি cod touch করানো হয় সেক্ষেএ  meter এর buzzer বেজে ওঠবে।  বুজতে হবে coil ভালো আছে। যদি না বাজে ওঠে তাহলে বুঝতে হবে coil ভালো নেই।
7. Coil খারাপ হলে set এ কি ধরনের problem আসবে?
Ans:- যে track এ coil খারাপ হবে সেই track টি বন্ধ হয়ে যাবে ( Mic, Speaker..)

বন্দুরা Next  দিন আমরা জানব Diode কি mobile এর মধ্যে Diode দেখতে কেমন হয় ও জানব Diode Check কি ভাবে করব।

Post a Comment

© Repair. All rights reserved. Distributed by Techy Darshan Distributed by Pro Templates