Band Pass Filter, Saw Filter & Hager IC Details of mobile

আগের দিনে হয়েছিল RF Section এর PA IC, PA Controller IC & Duplexer IC আর আজকে জানব RF Section এর দু প্রকার Filter সম্পর্কে -
BPF( Band Pass Filter):-
সাধারণত এগুলি Electrolytic Capacitor এরা দেখতে হলুদ কালো বা silver colour এর হয়। এবং এরা ঠিক PA IC পাশাপাশি থাকবে।  সব company এর Mobile Phone এ এগুলি দেখতে পাওয়া যায় না। বেশিভাগ Nokia  Phone এ এগুলি ব্যবহিত করা হয়।
কাজ:-
এই Filter টির কাজ হল Frequency band কে ঠিক করে রাখা (902)। যদি কোনো ক্ষেত্রে Frequency band বেড়ে বা কমে যায় সেটিকে আবার ঠিকঠাক করে এবং তাকে Filter করে PA IC পৌছে দেয়।
Problem:-
1.বেশি পরিমাণ charge খাবে বা set Dead.  ও থাকতে পারে।
2. কথা ঠিকঠাক শুনা যাবে না।
Solution :-
প্রথমে তুলে দিয়ে দেখতে হবে  তাতে না হলে change  করতে হবে।
Saw Filter:-
এই Filter গুলি সাধারণত এখানকার বেশিই ভাগ phone এ অন্যান্য IC সাথে যুক্ত থাকে যেমন CPU বা Power IC সাথে। কিন্তু আগেকার বেশ কিছু phone গুলি বেশিভাগ set open দেখতে পাওয়া যেত। এরা RF ও IF দুটো section এ দেখা যেত।  দেখতে সাধারণত steal colour হয় এবং touch making IC হয়।
কাজ:-
SIM এর নির্দিষ্ট frequency Band কে  চিনে নিয়ে Set এ Network পেতে সাহায্য করে। এখনকার Set এ এগুলি Tri band হয়।
Problem:-
Set এ সব SIM Card Network আসবেনা অথবা  সব SIM Card  Network আসবে অথবা নির্দিষ্ট একটিই কোনো Sim এ Network আসছে না।
Solution :-
প্রথমে Resolder করতে হবে,  তাতে না হলে তুলে বসাতে হবে তাতেও না হলে change করতে হবে।
Mobile এর 2 no Section
IF Section এর মধ্যে আমরা জানব-
1.Hager IC
2.VCO ( Voltage Control Oscillator)
3.VCTCXO ( Voltage Control Temperature Crystal Compensated Oscillator)
4.RF Mutual Coupler
5. IF Amplifier
1. Hager IC:-
IF Section এর সবথেকে বড়ো IC হচ্ছে Hager. এখনকার বেশিরভাগ set এ Hager কে open দেখতে পাওয়া যায় না। তবে কিছু Android Set এ Hager থাকে। ঠিক PA এর পাশাপাশি  থাকবে। তবে যে সকল set  এ Hager কে Open  দেখতে পাওয়া যায় না সেগুলি CPU এর সাথে যুক্ত থাকে এই IC টি কোনো set এ ball making হয়।আবার কোনো কোনো set এ Pin Making ও হতে পারে।

কাজ:-
এই IC টির মধ্যে UP ও Down Convertor Mixture থাকে প্রতিটি Frequency এই IC টির মধ্যে ঢোকে একে ওপরের সাথে Mixture হয়ে এবং divide হয়ে base band signal এ convert হয়ে বাইরে বেড়িয়ে আসে।
Problem :-
1. Set এ Network থাকবে না।
2. Set এ Network থাকা সত্তেও Incoming Outgoing  হচ্ছে কিন্তু sound শোনা যাচ্ছে না বা বলতে গেলে শোনা যাচ্ছে না এবং IC টি Sort থাকলে  Set Dead ও থাকতে পারে।
Solution:-
1. Resolder, না হলে তুলে বসাতে হবে, যদি  Ball Making হয় তাহলে Reball করে বসাতে হবে।
2. না হলে change করতে হবে।
Next দিন আমরা জানব VCO ও পরের Part সম্পর্কে
বন্দুরা Section এর প্রত্যেক টা part আমাদের কে ভালো ভাবে জানা দরকার এগুলি জানা থাকলে mobile কি problem হয়েছে easy বলে দেওয়া যাবে।
আর বন্দুরা কোনো প্রশ্ন থাকলে নিচের commemt box এ comment করতে পারেন।

Post a Comment

© Repair. All rights reserved. Distributed by Techy Darshan Distributed by Pro Templates