VCO, VCTCXO, RF Coupler, IF Amplifier Details of Mobile

Mobile এর 2 no Section
IF Section এর মধ্যে-
1.Hager IC এটি আমরা আগেরদিন জেনেছি এর পরের গুলি সম্পর্কে জানব
2.VCO ( Voltage Control Oscillator)
3.VCTCXO ( Voltage Control Temperature Crystal Compensated Oscillator)
4.RF Mutual Coupler
5. IF Amplifier

VCO:-
গঠন :- এই Oscilator টি বেশিই ভাগ set এর ক্ষেত্রে Hager IC পাশে থাকে। এটি সব set এর ক্ষেত্রে touch making হয়। এটি দেখতে সাধারণত বড়ো আয়তাকার ও Steal বা Golden colour এর হয়। এখনকার set এ এই Oscilator টি VCTCXO এর সাথে যুক্ত থাকে। এবং Size এ ছোটো হয়।
কাজ:-
এটির কাজ হল mobile এর মধ্যে থেকে ও নিজেই 1172 mHZ Frequency উৎপন্ন করতে পারে। এবং সেই Frequency কে VCTCXO সাহায্য নিয়ে Hager IC তে পৌছে দেয়। VCO সহজে খারাপ হয় না।
Problem:-
1. এটি খারাপ হলে set এ একদম Network থাকবে না। 2. Network থাকলে ও phone এ  ঠিকঠাক কথা হবে না। 3. short থাকলে set dead থাকতে পারে।
Solution :-প্রথমে Resolder করতে হবে,  তাতে না হলে তুলে বসাতে হবে তাতেও না হলে change করতে হবে।

VCTCXO এর গঠন :-
এই Oscillator টি Hager IC পাশে থাকে। এটি ও বেশিই ভাগ set এর ক্ষেত্রে আয়তাকার steal বা Golden Colour এর হয়। কিন্তু VCO এর থেকে size এ একটু ছোটো হয়। এটি এখনকার set গুলোতেই থাকে। এক্ষেত্রে size এ আর ও একটু ছোটো হয় এবং পাতলা হয়। সব set এর ক্ষেত্রে touch making হয়।
যদি Hager IC না থাকে তাহলে C.P.U এর আশেপাশে থাকে।
কাজ:-
1. এটির কাজ হল mobile এর temperature কে adjust করে থাকে। 2. VCO থেকে আসা 1172 mHZ Frequency কে সঠিক ভাবে Hager IC তে পৌছেতে সাহায্য করে।
Probelm:-
1. এটি খারাপ হলে SMS, Internet, Voice Mail কিছুই কাজ করবেনা।  2. Network এর Problem ও হতে পারে।
Solution:-
1.Resolder, না হলে তুলে বসাতে হবে।

RF Mutual Coupler:-
গঠন :- এই coupler গুলি IF এবং RF দুটি Section এ থাকে। সাধারণত Hager IC এর চারিদিকে থাকে। এগুলো দেখতে ছোটো ছোটো সাদা colour এর হয় বা ছাই colour এর হয়। এবং এগুলি PIN Making হয়। সাধারণত এরা 6 বা 8 PIN যুক্ত হয়। এটি এক ধরনের coil কিছু কিছু set এর ক্ষেত্রে এরা PA এর পাশে থাকে এবং এগুলি দেখতে অনেকটা ছোটো ছোটো Capacitor এর মতো হয়।
কাজ:-
এটির কাজ হচ্ছে Mobile এর Tower এর মধ্যে signal কে সংযোগ করে রাখা। যখন Network Disbalance হয়ে যায় তখন তাকে পুনরায় balance  ফিরিয়ে নিয়ে আসে।
Problem:-
এগুলো খারাপ থাকলে set এ Network bar Up Down করবে। এবং কথা কেটে কেটে যাবে।
Solution:-
প্রথমে Resolder,  না হলে change তাতেও না হলে Jumper করতে হবে।

 RX এবং TX Filter এর গঠন :-
এটি সাধারণত  Hager IC আশেপাশে থাকে। যদি Hager IC না থাকে তাহলে CPU এর আশেপাশে থাকবে। দেখতে অনেকটা ছোটো কালো ও চতুর্ভুজ আকৃতির হয়। এবং touch making হয়। এখনকার set এ আলাদা ভাবে না থাকতেও পারে।
কাজ:-এটির কাজ হল Receiving  এবং transmetting signal কে Filter এবং Noise Free  করে।
Problem:-
কথা ঠিকঠাক ভাবে শোনা যাবে না বা একদম শোনা যাবে না।
Solution:-
প্রথমে Resolder করতে হবে,  তাতে না হলে তুলে বসাতে হবে তাতেও না হলে change করতে হবে।

IF Amplifier IC:-
সাধারণত এটি  5 বা 6 Pin এর IC এটি Hager IC পাশে থাকবে। এর কাজ হল Hager এর Incoming Frequency টিকে Amplify করে frequency এর ক্ষমতা বাড়িয়ে দেওয়া।
Problem & Solution :-
এই IC খারাপ হলে Network problem আসবে এবং খারাপ হলে এই IC টিকে change করে দিতে হবে।
এর পরের দিন আমরা জানব mobile এর main Section সম্পর্কে C.P.U etc.

Post a Comment

© Repair. All rights reserved. Distributed by Techy Darshan Distributed by Pro Templates