Charging IC and SIM Driver IC Details of Mobile

আগের Class আমরা জেনেছি mobile CPU IC, Power IC, Fash, S.RAM, COBBA IC সম্পরকে আজকে আমরা জানব -
Charging IC
গঠন : এই IC টি Nokia আগেকার Set এর ক্ষেত্রে C.P.U বা Power IC COBBA IC মতো কিন্তু এর থেকে charging IC টা একটূ ছোটো হয়। এই IC টির পাশে R22 Resistance আবশ্যই থাকবে। এখনকার  Nokia বেশিরভাগ set এর ক্ষেত্রে charging IC Power iC সাথে যুক্ত থাকে। অন্যান্য যে কোনো set এর ক্ষেত্রে এই IC  টি ছোটো এবং Pin making হয়।  সাধারণত এরা 6 pin বা 8 pin যুক্ত হয়। বেশির ভাগ power IC বা charging connector এর আশেপাশে থাকে। তাতেও যদি  বুঝতে অসুবিধা হয় তাহলে multimeter এর কাটা buzzer Mode  রেখে meter এর একটি তার Charging Connector Positive Point এ ধরে আর একটি কাটা দিয়ে ওই IC গুলোর প্রত্যেক গুলি Pin এ ঠেকাবে হবে যে IC টার pin এর সঞে meter এ buzzer বাজবে সেই IC টা Charging IC.
কাজ:-
এই IC টার কাজ হল charging Point থেকে আসা positive voltage কে সঠিক ভাবে filtering করে এবং voltage কে কমিয়ে battery connector এ পৌছে দেয়।
Problem:-
এটি খারাপ থাকলে -
1. Set এ charge হবে না।
2. Not charging দেখাতে পারে।
3. Invalid Charging বা invalid battery দেখাতে পারে।
4. Full chargebar show করতে পারে।
5. Set এ charge দিলে Set On হচ্ছে কিন্তু  charge খুলে দিলে set off  হয়ে যাচ্ছে।

Solution :-
1. Resolder,  তুলে বসাতে হবে তা না হলে  change করতে হবে। আর যদি Nokia set হয় তাহলে Dead risk নিয়ে Power IC এর ওপর কাজ করতে হবে।

SIM Driver IC:-
Nokia set এর ক্ষেত্রে এই IC টি দেখতে ছোটো, কালো, চারকোনা ও কাচের মতো চকচকে হয়। এবং এই টি ball making হয়। সাধারণত এতে 8 টা  ball থাকে এবং এই IC টি সাধারণত SIM Connector এর আশেপাশে থাকে। অনান্য set এর ক্ষেত্রে এই IC টি Pin making হয়। আবার কিছু কিছু set এর ক্ষেত্রে Resistance, capacitor দ্বারা করা থাকে। China set এর ক্ষেত্রে একটি বড়ো বর্গাকার Pin making হয়।
কাজ:-
Sim cart টিকে সঠিকভাবে Voltage Supply করে পরিচালনা করা এবং SIM এর বিভিন্ন রকম তথ্য C.P.U সঞে আদানপ্রদান করা।
Problem:-
এই IC টি খারাপ থাকলে-
1. Insert SIM Show করতে পারে।
2. Invalid SIM Show করতে পারে।
3. দু একটি Company Sim কাজ করবে বাকি Company SIM কাজ করবেনা।
4.Sim card Registration fail দেখাতে পারে।
5. Nokia Set এর ক্ষেত্রে Network Problem দেখাতে পারে।
 Solution:-
1. প্রথমে IMIE Check করতে হবে। যদি ঠিক থাকে  First SIM card টা Check করতে হবে। সেটাও যদি ঠিক থাকে তাহলে SIM Driver IC টিকে প্রথমে Resolder করতে হবে, না হলে Change করতে হবে। Nokia ক্ষেত্রে IC না পাওয়া গেলে IC  Jumper করতে হবে।
আমার সাথে থাকুন আর শিখতে থাকুন।
এর পর আমরা জানব Keypad IC, FM IC, Bluetooth IC full details problem and Solutions.
বন্দুরা কোনো কিছু বুজতে অসুবিধা হলে নিচের Comment Box এ comment করতে পারো যতদূর সম্ভব help করব।

Post a Comment

© Repair. All rights reserved. Distributed by Techy Darshan Distributed by Pro Templates